|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, আগস্ট ২৭, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে ২’শ বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
“মানুষ মানুষের জন্য” এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর পক্ষ থেকে ২’শ বন্যার্ত পরিবারের মাঝে দেড় হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।
➤ কুড়িগ্রামে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ৩৩ আসামি গ্রেফতার
বিভিন্ন সময়ে সংগঠিত অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে সার্বক্ষনিকভাবে কাজ করছে পুলিশ। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে গত ২৪ ঘন্টায় মাদক দ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ৩৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
➤ দলদলিয়া নাগরিক ফোরামের উদ্যোগে অসহায় মহিলাকে আর্থিক সহায়তা প্রদান
উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের উদ্যোগে শুক্রবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের সুফিয়া বেগম (৬৫) কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
➤ কুড়িগ্রাম জেলা সদর শাখার পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা সদর শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে শ্রী সুধীর চন্দ্র রায় কে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শ্রী অসীম কুমার সরকার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এবং তরুন নেতৃত্বকে গতিশীল করতে সাংবাদিক সুজন মোহন্ত কে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
➤ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অনুষ্ঠানে নাগরিক সমাজের নিরপেক্ষ ব্যক্তিরা জানান, কুড়িগ্রাম জেলা শহরকে বাঁচিয়ে রাখতে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে জেলা শহর অতিক্রম করে যেন কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়।