|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ভুরুঙ্গামারীতে আসামিকে হাসপাতালে ভর্তি করিয়ে পুলিশের মানবিকতার দৃষ্টান্ত স্থাপন
ভুরুঙ্গামারীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুরুজ্জামানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। যদিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সুরুজ্জামান।
➤ রৌমারীতে স্কুলে যওয়ার পথে গাছচাপায় শিক্ষার্থীর মৃত্যু
রৌমারী উপজেলায় বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে মাথায় গাছ পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ আল নোমান রাব্বী (১৩) চর শৌলমারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং ওই ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের শাহ আলমের ছেলে।
➤ রাজারহাটে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
রাজারহাট উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
➤ মাল্টা চাষে সফল কুড়িগ্রামের ফারুক
চাকরির পেছনে না ছুটে মাল্টা চাষে সফলতার মুখ দেখেছেন কুড়িগ্রামের আবু রায়হান ফারুক। পড়াশোনা শেষ করে মনোযোগ দেন কৃষিতে। শুরু করেন সাড়ে সাত একর জমিতে সমন্বিত ফলের চাষ। দেশি ও বিদেশি নানান জাতের ফলের গাছসহ তার বাগানে রয়েছে আড়াই হাজারের বেশি মাল্টা গাছ।