|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ভুরুঙ্গামারীতে ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ভুরুঙ্গামারীতে ভোক্তাদের সাথে প্রতারণা করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ভূরুঙ্গামারীর পৃথক পৃথক স্থানে ‘বাজার অভিযান’ চালিয়ে এসব জরিমানা করা হয়।
➤ উলিপুরের গুনাইগাছ ইউনিয়ন থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
উলিপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ রাসেল মিয়া(২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক রাসেল মিয়া গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ গ্রামের আব্দুর রশিদ মিয়ার পুত্র।
➤ উলিপুরে বন্যায় ভেঙ্গে যাওয়া সেতু ৩ বছরেও পুনঃ নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে ২০টি গ্রামের মানুষ
উলিপুরে বন্যায় ভেঙ্গে যাওয়া দু’টি সেতু ৩ বছরেও পুনঃ নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে পড়েছে ৩ ইউনিয়নের ২০ গ্রামের লক্ষাধিক মানুষ। সেতুর অভাবে পাঁকা সড়কটি দিয়ে যানবাহন তো দুরের কথা পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না এলাকার মানুষ।
➤ কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক ঘোষণার প্রতিবাদে এবং চার বছরের কোর্স বহাল রাখার দাবিতে, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।