।। নিউজ ডেস্ক ।।
ভুরুঙ্গামারীতে ভোক্তাদের সাথে প্রতারণা করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ভূরুঙ্গামারীর পৃথক পৃথক স্থানে ‘বাজার অভিযান’ চালিয়ে এসব জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উনত্রিশ জাতের ধানের চালকে আটাশ জাতের ধানের চাল হিসেবে প্যাকেটজাত করে ভোক্তাদের সাথে প্রতারণা করার অপরাধে আন্ধারীঝাড়ের আরআর মিনি অটো চাউল কল মালিক মুকুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইভাবে উনত্রিশ চালকে আটাশ হিসেবে বেশি দামে বিক্রি করার অপরাধে ভুরুঙ্গামারী বাজারের বারেক চাউল ঘরের মালিক আব্দুল বারেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভুরুঙ্গামারী বাজারের ফাতেমা ট্রেডার্সের মালিক আনারুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জ্বালানি তেল ওজনে কম দেয়ার অপরাধে উপজেলার দেওয়ানের খামারে অবস্থিত মেসার্স সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভুরুঙ্গামারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।