|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, আগস্ট ২২, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারী উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার ইন্তেকাল করেছেন
না ফেরার দেশে চলে গেলেন একটি ইতিহাস মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য বীর বিক্রম খেতাবে ভূষিত চিলমারী উপজেলা পরিষদের ৫ম বারের মতো নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম।
➤ ভুরুঙ্গামারীতে পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
ধারনা করা হয় রাত ৮/৯ টার সময় বাড়িতে ফেরার সময় অতিশয় বৃদ্ধ ও রোগাক্রান্তের কারনে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পুকুরে নেমে উঠার সময় পা পিছলে পড়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
➤ উলিপুরে ২০ পিচ ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
উলিপুরে ২০ পিচ ইয়াবাসহ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান বাবু (৪১) কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
➤ নাগেশ্বরীতে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন
আনছের আলী ও তার স্ত্রী রাহেনা বেগমসহ তাদের দুই সন্তান নিয়ে নাগেশ্বরী পৌরসভার পাখীর মোড় গ্রামের একটি ভাড়া বাড়ীতে বসবাস করত। দীর্ঘদিন থেকে স্ত্রীর পরকীয়ার কারণে উভয়ের মধ্যে অশান্তি বিরাজ করছিলো।
➤ কুড়িগ্রামে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
দিনব্যাপী এই কর্মশালায় তামাক বিরোধী আইনের কঠোর প্রয়োগ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলোকে পর্যায়ক্রমে ধূমপান মুক্ত এলাকা ঘোষণা ও ২০৪১ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত ঘোষণা করার লক্ষ্যে জনসচেতনা সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়।