|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, আগস্ট ২১, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে একই ঠিকাদার ৩৯টি দরপত্রের কাজ পেল ২৬টি
কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাজাহান আলীর ঘনিষ্ট কুষ্টিয়া জেলার মেসার্স সৈকত কনস্ট্রাকশনের নামে লালমনিরহাট এবং কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় দরপত্রে অংশগ্রহণ করে। এছাড়া মেসার্স জহুরুল হক কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী রনি সহ কিছু ঠিকাদারের সাথে প্রকৌশলী শাহজাহান আলী গভীর রাত পর্যন্ত আড্ডা দিতেন। যাতে সাধারণ ঠিকাদাররা প্রয়োজনে তার সাথে সাক্ষাতের সুযোগ না পায়।
➤ ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ ও আলোচনা সভা
২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার প্রতিবাদে উলিপুর উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করছেন। রবিবার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়
➤ উলিপুরে সারের দাম বৃদ্ধি, বিপাকে কৃষক
উলিপুরে ৭’শ ৫০ টাকার এমওপি সার বিক্রি হচ্ছে দেড় হাজার টাকায়। তবু ও মিলছে, এছাড়া অন্যান্য সারের দামও বৃদ্ধি পেয়েছে। ফলে আমন আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শংকা দেখা দিয়েছে।