।। নিউজ ডেস্ক ।।
২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার প্রতিবাদে উলিপুর উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করছেন। রবিবার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য, অধ্যক্ষ আহসান হাবীব রানা, সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা আওয়ামী লীগেরর যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, সাংগঠনিক সম্পাদক স ম আল মামুন সবুজ, রঞ্জন মজুমদার ভোলা, পৌর আওয়ামী লীগের সদস্য সালমান হাসান ডেভিট মারজান প্রমূখ। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
//নিউজ/উলিপুর//মালেক/আগস্ট/২১/২২