|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, আগস্ট ২০, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর এলাকায় গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে ৩৪৪ বোতল ফেনসিডিলসহ বাড়ির মালিক আশরাফুল আলম ও তার সহযোগী আমিনুল ইসলাম রিপনকে আটক করে।
➤ ফুলবাড়ী সীমান্তে আটকের ৩ ঘন্টা পর দিনমজুরকে ফেরৎ দিল বিএসএফ
অবৈধভাবে ভারতীয় সীমান্ত এলাকায় প্রবেশ করে দিনমজুরীর কাজ করতে গিয়ে শনিবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে তাকে বিএসএফ আটক করে। পরে বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলে ওই দিনমজুরকে সকাল ১১টার দিকে ফেরৎ প্রদান করা হয়।
➤ চিলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, মৃত্যু শয্যায় কাতরাচ্ছেন সাবিনা ও খায়রুল
চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের খাড়ুয়ার পাড় এলাকার মাঈদুল ইসলাম গং এর সাথে একই এলাকার হয়রত আলী গং এর চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল।
➤ উলিপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
উলিপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানের ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন।
➤ ভূরুঙ্গামারীতে পলিথিন পুড়িয়ে পেট্রল ও ডিজেল উৎপাদন করছেন কলেজ ছাত্র
পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে ডিজেল ও পেট্রল উৎপাদন করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন পারভেজ মোশাররফ (১৯) নামের এক কলেজছাত্র। শুধু তাই নয়, অভিনব এ প্রক্রিয়া থেকে উৎপাদিত ডিজেল ও পেট্রল বিক্রি করে বাড়তি আয়ও হচ্ছে তার। প্রতি লিটার পেট্রল ১০০ টাকা ও ডিজেল ৬০ টাকা দরে কিনছেন গ্রাহকরা।