।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানের ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২০ আগস্ট) দুপুরে এসব জরিমানা আদায় করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল কুমার।
জানা গেছে, দুপুর সাড়ে ১২ টায় উলিপুর পৌর শহরের বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় সার ব্যবসায়ী রাশেদ মিয়ার ১৫ হাজার, মেসার্স অপু তরু ট্রেডার্সের নুরুল ইসলামের ৫ হাজার এবং উৎপাদন, মেয়াদের তারিখ ও মূল্য তালিকা না টানানোয় শামসুল আলমের ওকে হোটেল এন্ড রেস্টুরেন্টের ২০ হাজার, রনি মোদকের পাবনা ভাগ্যলক্ষী মিষ্টান্ন ভান্ডারের ৫ হাজার, শম্ভুনাথ ঘোষের পাবনা বনফুল সুইটসের ৩ হাজার, সমীরন মোদকের পাবনা ভাগ্যলক্ষী মিষ্টান্ন ভান্ডারের ৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপ প্রশাসনিক কর্মকর্তা চঞ্চল কান্তি দত্ত, থানার এসআই মামুনুর রশিদ, কনস্টেবল রেজা প্রধান, উলিপুর বণিক সমিতির নের্তৃবৃন্দ এ অভিযান পরিচালায় সহযোগিতা করেন।
এদিকে বিকেলে উলিপুর পোদ্দার পাড়া থেকে মৃত আসান উদ্দিনের পুত্র ফুল মিয়া ভূ-গর্ভস্থ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায় দু’টি মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল কুমার বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
//নিউজ/উলিপুর/মালেক/আগস্ট/২০/২২