|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে জনপ্রতিনিধিদের কারণে প্রকল্পের গরু পেল না ৩১’শ হতদরিদ্র পরিবার
উলিপুরে প্রায় ১৪ কোটি টাকার গরু পায়নি সাড়ে ৩১‘শ হতদরিদ্র পরিবার। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্টদের তালিকা নিয়ে টানা-টানির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। একই অবস্থা হয়েছে পার্শ্ববর্তী রাজারহাট উপজেলাতেও। ফলে প্রকল্পের সুবিধা বঞ্চিত হয়েছেন এ অঞ্চলের দারিদ্র পীড়িত মানুষজন।
➤ উলিপুরের কৃতিসন্তান ফরিদুলের অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন
অস্ট্রেলিয়ার The University of Newcastle থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন উলিপুরের সন্তান ফরিদুল ইসলাম। তার পিএইচডি টাইটেল ছিল ‘Synthesis, Structure and Application of Coal-derived Few-layer Graphene Composite Materials’
➤ উলিপুরে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রতিবেশি জাহাঙ্গীর আলমের জমিতে কোদাল দিয়ে মাটি কাটছিলেন নূরনবী। বৈদ্যুতিক খুঁটির টানা তারে কোদাল লাগলে তার খুলে ফেজে লাগলে বিদ্যুতায়িত হয় ওই শিক্ষার্থী। বৈদ্যুতিক খুঁটির টানা তারের গোড়ায় মরিচা ধরায় কোদাল লাগলে তার ছিড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
➤ পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের ২মণ সরকারি বই বিক্রি করলেন অফিস সহকারী
রাতের আধাঁরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী জিতেন্দ্র নাথের নির্দেশে আপন ছোট ভাই শ্রী দীলিপ চন্দ্র রায় (অফিস সহকারী) ২০২০-২১ অর্থ বছরে ৭৮ কেজি বই ১ হাজার ৬৫০ টাকা বিক্রি করে। এ খবর জানতে পরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলাম লিটনসহ স্থানীয় ব্যাক্তিবর্গ মিলে বইগুলো উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।