।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূরনবী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (আগস্ট ১৮) সকাল সাড়ে ৭টায় পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের দিনমজুর মফিজল হকের পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রতিবেশি জাহাঙ্গীর আলমের জমিতে কোদাল দিয়ে মাটি কাটছিলেন নূরনবী। বৈদ্যুতিক খুঁটির টানা তারে কোদাল লাগলে তার খুলে ফেজে লাগলে বিদ্যুতায়িত হয় ওই শিক্ষার্থী। বৈদ্যুতিক খুঁটির টানা তারের গোড়ায় মরিচা ধরায় কোদাল লাগলে তার ছিড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
এলাকাবাসী দীর্ঘ সময় বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুড়িগ্রামে-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সোহানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি জানার পর লোক পাঠিয়ে দিয়ে খুঁটির টানা ঠিক করে দেয়া হয়েছে। এ ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
//নিউজ/উলিপুর//মালেক/আগস্ট/১৮/২২