।। নিউজ ডেস্ক ।।
অস্ট্রেলিয়ার The University of Newcastle থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন উলিপুরের সন্তান ফরিদুল ইসলাম। তার পিএইচডি টাইটেল ছিল ‘Synthesis, Structure and Application of Coal-derived Few-layer Graphene Composite Materials’
ড. ফরিদুল ইসলাম উলিপুরের কৃষ্ণমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি এবং গুনাইগাছ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে এসএসসি পাস করেন। এরপর ভর্তি হন উলিপুর সরকারি কলেজে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করে ভর্তি হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল টেকনোলজি বিভাগে। সেখান থেকে বিএসসি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব শুরু করেন। এরপর তিনি বাংলাদেশের রিসার্চ অরগানাইজেশন বিসিএসআইআর (সাইন্সল্যাব) সাইন্টিফিক অফিসার হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে সিনিয়র সাইন্টিফিক অফিসার হিসেবে পদন্নোতি লাভ করেন।
তিনি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে নিউক্যাসেল ইউনিভার্সিটিতে পড়াশুনা শুরু করেন। সেখান থেকে তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ১১ই জুলাই ২০২২ইং তারিখে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তার পিএইচডি গবেষণার মূল বিষয় ছিল কয়লাকে ভ্যালুয়েবল প্রডাক্টস হিসাবে গড়ে তোলা, যেমন ব্যাটারির মেইন উপাদান গ্রাফিন, হেভিমেটাল রেমিডিয়েশন ফ্রম ওয়েস্টওয়াটার এবং ফুড প্যাকেজিং।