|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, আগস্ট ১৫, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে জাতীয় শোক দিবস পালিত
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পন করেন।
➤ কুড়িগ্রামে শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মাহিতা বসুনিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম হয়েছে।
➤ জেলা যুবলীগের আয়োজনে কুড়িগ্রামে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন
কুড়িগ্রাম কলেজ মোড়ে প্রথমে কোরআন খতম দেওয়া হয়। পরে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রয়াত নেতা-কর্মীদের রুহের মাগফিরাতও কামনা করা হয়।
➤ উলিপুরে পা পিছলে ব্রহ্মপুত্রে শিশুর সলিল সমাধী
বুড়াবুড়ি ইউনিয়নের ছয়ানীপাড়া গ্রামে বন্ধুদের সাথে খেলতে গিয়ে অসতর্ক মূহুর্তে ব্রহ্মপূত্র নদে ছিটকে পরে ইতি খাতুন (১২) নামে এক শিশুর সলিল সমাধী হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে শিশুটির নিখোঁজ সন্ধান পাওয়ার পর উলিপুর ফায়ার সার্ভিসের একটি টিম অনুসন্ধান চালালেও এখনো তাকে পাওয়া যায়নি।