।। নিউজ ডেস্ক ।।
উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ছয়ানীপাড়া গ্রামে বন্ধুদের সাথে খেলতে গিয়ে অসতর্ক মূহুর্তে ব্রহ্মপূত্র নদে ছিটকে পরে ইতি খাতুন (১২) নামে এক শিশুর সলিল সমাধী হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে শিশুটির নিখোঁজ সন্ধান পাওয়ার পর উলিপুর ফায়ার সার্ভিসের একটি টিম অনুসন্ধান চালালেও এখনো তাকে পাওয়া যায়নি। নিখোঁজ ইতি খাতুন ওই গ্রামের এরশাদ আলীর মেয়ে।
প্রতিবেশী জহুরুল, মকবুল ও ছামিনা বেগম জানান, বাড়ীর পাশে ব্রহ্মপূত্রের শাখা নদের তীরে সমবয়সী শিশুরা প্রায়ই বালু-কাদা নিয়ে খেলাধূলা করে। সোমবার দুপুরে বান্ধবীদের সাথে খেলছিল ইতি খাতুন। এক সময় নদের কিনারা ধরে ছুটতে গিয়ে হঠাৎ পা পিছলে নদের স্রোতের মধ্যে পরে যায় সে। এসময় অন্যান্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে নদীর তীব্র স্রোতে হারিয়ে যায় সে। পরে উলিপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা উদ্ধার কাজ শুরু করে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইতি খাতুনের কোন খোঁজ মেলেনি।
উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সাইফুর রহমান জানান, আমরা খবর পাওয়ার পর ৬জনের একটি টিম বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত সম্ভাব্য স্থানে সন্ধান চালাই। ইতোমধ্যে রংপুর ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ডুবুরী দলকে ডাকা হয়েছে। তারা পথিমধ্যে রয়েছে। তীব্র স্রোত থাকায় এখনো শিশুটির অবস্থান শনাক্ত করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির জানান, নিখোঁজ শিশুটির সন্ধানে উলিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।