|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, আগস্ট ১৩, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে অসহায় মানুষের মাঝে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ করলেন পুলিশ সুপার
শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উলিপুর থানা চত্বরে পুলিশ সুপারের উদ্যোগে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহায়তায় রবিদাস সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে প্রতিজনকে চাল ৫কেজি, চিড়া ২কেজি, ডাল ২কেজি, আটা ২কেজি, তেল ২লিটার, লবন ১কেজি করে বিতরণ করা হয়। এ সময় পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তার উপহার হিসেবে ৫জন অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।
➤ রৌমারীর তরুণ সাংবাদিক আমির হোসেনের মৃত্যু
রৌমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরুণ সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা আমির হোসেন মারা গেছেন। শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
➤ উলিপুরে দূষণের দায়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ঝুঁকিপূর্ণ বর্জ্য সরাসরি পরিত্যাগ এবং পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমান আদালতে উলিপুরের দু’টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর।