।। টেক ডেস্ক ।।
প্রযুক্তির উন্নয়নের ব্যাপকতার কারণে জীবনমান এতটাই সহজ হয়েছে, অপরিচিত কোনো গন্তব্যে যেতে চাইলে গুগল ম্যাপের সাহায্যে আগে থেকেই দেখে নেয়া যায়- দূরত্ব, সময় ও রুট।
কেউ আমাদের সার্চ করা স্থানটির ঠিকানা গুগল ম্যাপে যুক্ত করে দিয়েছেন বলেই খুব সহজেই আমরা সেটি খুঁজে পাই। তবে গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানের ঠিকানা গুগল ম্যাপে অনেক সময় যুক্ত করা থাকে না।
ফলে যে কেউ চাইলে যে কোন অফিস ও দোকান ম্যাপে যুক্ত করতে পারেন। এছাড়া আপনি চাইলে আপনার নিজের ঠিকানা বা বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাও যুক্ত করতে পারেন।
যেভাবে লোকেশন যুক্ত করবেন:
➤ প্রথমে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে। তবে অবশ্যই স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকতে হবে।
➤ গুগল ম্যাপ অ্যাপটি চালু করার পর কন্ট্রিবিউশন অপশন থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এবার উপরের Add Place-এ ক্লিক করতে হবে।
➤ এরপর উপরের নামের ঘরে অফিস কিংবা প্রতিষ্ঠান যে স্থানটি যুক্ত করতে চান, সে নামটি দিতে হবে। এবার নিচের ক্যাটাগরি থেকে সিলেক্ট করুন। যেমন- দোকান যুক্ত করতে store অপশন বেছে নিন।
➤ এরপর লোকেশনের ছবি, মোবাইল নম্বর, বন্ধ ও খোলার সময় (অফিস, স্কুল, দোকান ও বাড়ি হলে) যুক্ত করার জন্য নিচে ক্লিক করুন।
➤ প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সেভ-এ ক্লিক করলেই কাজ শেষ।
লোকেশনটি ম্যাপে যুক্ত করার জন্য উপরের সেন্ড আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি মেইলে জানিয়ে দেয়া হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে। যদিও অ্যাড্রেসটি যুক্ত হতে ২৪ ঘণ্টা সময় লাগবে না।