।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে এক ওষুধ ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ আগস্ট) বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উলিপুর বণিক সমিতির আয়োজনে পৌর শহরের প্রাণকেন্দ্র মসজিদুল হুদা মোড়ে ঘন্টাব্যাপী শহরের সকল দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা এ কর্মসূচী পালন করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সহ সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন মন্ডল দুল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক লক্ষন সেনগুপ্ত, কার্যকারী সদস্য স.ম আল মামুন সবুজ প্রমুখ।
এ সময় বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারসহ ব্যবসায়ীদের উপর হামলা ও নির্যাতন বন্ধের দাবী জানান। তারা আরও বলেন, সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করা না হলে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে।
উল্লেখ্য, শনিবার (৬ আগস্ট) বিকালে পৌর শহরের থানা মোড়ের গিনি ফার্মিসি নামক ওষুধ দোকানের সামনে ওষুধ ব্যবসায়ী আলমগীর হোসেনের উপর ফিল্মি স্টাইলে পিছন থেকে চাপাতি দিয়ে কোপানো হয়। এতে ওই ওষুধ ব্যবসায়ী গুরুত্বর আহত হন। বর্তমানে তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠে। ঘটনার পরদিন ওই আহত ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার ৫ দিন পেড়িয়ে গেলেও আসামী গ্রেপ্তার না হওয়ায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।
//নিউজ/উলিপুর//মালেক/আগস্ট/১০/২২