|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, আগস্ট ০৯, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগ
মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে ১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাগডাঙ্গা গ্রামে স্থানীয় রতিকান্ত রায়ের বাড়ী সংলগ্ন মন্দিরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে এ ধরণের ঘটনা ঘটানো হতে পারে।
➤ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
সব ধরণের জ্বালানি তেল এবং সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা শহরে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (০৯ আগস্তট) দুপুর আড়াইটার দিকে শহরের নছর উদ্দিন মার্কেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের শাপলা চত্বর হয়ে কলেজ মোড়ে যায়।
➤ চিলমারীতে চলমান উচ্ছেদ অভিযানে ঘর হারা শত শত পরিবার
চিলমারী উপজেলার ফকিরেরহাট থেকে শুরু করে রমনার পাত্রখাতা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ছোট ছোট ঘর তুলে আশ্রয় নিয়েছিল কয়েক হাজার পরিবার। বৃষ্টিতে এসব ঘরের ফুটো দিয়ে পানি পড়ে। আবার রোদের সময় সূর্যের তাপে অত্যধিক গরম হয় ছাপড়া (একচালা) ঘরগুলো।
➤ কুড়িগ্রামে পাটের মণ ৩ হাজার, কৃষকের মুখে হাসি
এ বছর পাটের দাম ভালো পাচ্ছেন কুড়িগ্রামের কৃষকরা। কম বৃষ্টি ও আগাম বন্যায় পাট ক্ষেত নিয়ে তাদের দুশ্চিন্তার ছাপ কেটেছে। পাটের বাজার দর ভালো হওয়ায় ফলন কম হলেও কৃষকের মলিন মুখে এখন হাসি ফুটেছে।