।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম জেলা সদর, চিলমারী ও উলিপুর উপজেলায় পৃথকভাবে সোমবার (০৮ আগস্ট) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রিয় কর্মসূচি শেষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো: রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু ও কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম। অনুষ্ঠানে ১৮ জন নারীকে সেলাই মেশিন ও ১৪ জন নারীকে অর্থ সহায়তা দেয়া হয়।
বিকালে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. মুসা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন দেশের বিশিষ্ট নাগরিক একুশে পদকপ্রাপ্ত আইনজীবী, মুক্তিযুদ্ধের গবেষক ও রাজনীতিক জনাব এস. এম. আব্রাহাম লিংকন। তিনি আলোচনায় বলেন বঙ্গবন্ধুর জীবনে ফজিলাতুন নেছার মতন মহিয়ষী নারীর আগমণ না ঘটলে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু ও জাতির জনক হয়ে ওঠা আরো কঠিন হতো। বঙ্গবন্ধু তাঁর জীবনে বঙ্গমাতার প্রভাব ও গঠনমূলক অবদানের কথা বারংবার স্বীকার করেছেন। সভায় আরো আলোচনা করেন অ্যাড. সুজিৎ কুমার চক্রবর্তী।
এদিকে চিলমারীতে জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারে না, তাই শিক্ষার প্রতি জোর দিতে হবে, সন্তানদের খোঁজ রাখতে, সন্তানের জন্য মা হচ্ছেন প্রথম শিক্ষক। মায়েরাই পারে সন্তানকে এগিয়ে নিতে। বঙ্গবন্ধুকে সাহস জোগাতে সাহায্য করেছিলেন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা, তিনি একজন নারী, তাই নারীদের এগিয়ে আসতে হবে এগিয়ে নিতে হবে সমাজকে এবং দেশকে। এক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ডিজেল আমাদের আমদানী করতে হয় তাই এটি আন্তর্জাতিক বাজারের সাথে উঠানামা করে এরপরেও সরকার কোটি কোটি টাকা ভুর্তুকি দিচ্ছে আপনাদের জন্য, দেশে তেলও মজুদ আছে এছাড়াও মানুষ যেন সমস্যায় না পড়ে সেদিকেও নজর আছে সরকারের, আপনাদের চিন্তার কারন নেই। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১২ টায় উপজেলা হলরুমে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। আলোচনা শেষে বিভিন্ন এলাকার নারীদের মাঝে শেলাই মেশিন বিতরন করা হয়।
এছাড়াও উলিপুরে জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউএনও বিপুল কুমার। আলোচনা সভা শেষে বেগমগঞ্জ ইউনিয়নের হিন্দু পাড়া গ্রামের সূর্য্য চন্দ্রের ৫৫ বছরের বৃদ্ধ স্ত্রী শ্রীমতি মোহনী বালাসহ ৫ জনকে সেলাই মেশিন ও দু’জনকে ২ হাজার করে টাকা বিতরণ করা হয়। এর পূর্বে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল তোরা অর্পণ করা হয়।