|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, আগস্ট ০৬, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে বাসভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে যাত্রীরা
শনিবার (৬ আগস্ট) দুপুরে ২টার দিকে কুড়িগ্রাম জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শাপলা চত্বরের আশপাশের টিকিট কাউন্টার ঘুরে দেখা যায়, নির্ধারিত সময় পার হলেও ছাড়ছে না দূরপাল্লার বাস। বাড়তি ভাড়া চাওয়ায় অনেক যাত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়াচ্ছেন বাস স্টাফরা।
➤ কুড়িগ্রামে পেট্রোল পাম্পগুলোতে কমে গেছে জ্বলানি তেলের বিক্রি
ভিড় নেই মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহনের। ডিজেলের মুল্য বৃদ্ধির কারণে আমনের রোপনের জমি চাষের খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন, ডিপো থেকে তারা প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারছেনা।
➤ উলিপুরে এক ফার্মেসী দোকানিকে প্রকাশ্যে কুপিয়ে জখম
শনিবার(৬ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটে উলিপুর পৌরশহরের থানা মোড়ের হেলথ কেয়ার মেডিসিন কর্ণারের দোকানি আলমগীর হোসেন পার্শ্ববর্তী ফার্মেসীতে ঔষধ নিতে যায়। এ সময় পিছন থেকে চাপাতি দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায় দূবৃত্ত্বরা।
➤ কুড়িগ্রামে নারী মুক্তিযোদ্ধাদের নিয়ে নারীপক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত
অনুষ্ঠানে ৩জন নিবন্ধীত নারী মুক্তিযোদ্ধা ও ৭জন অনিবন্ধীত নারী মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বীরঙ্গনা/নারী মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ও স্বীকৃতি প্রদান এবং সংঘাতকালিন সময়ে ক্ষতিপূরণের দাবীতে তারা প্রকল্প ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।