।। নিউজ ডেস্ক ।।
শিক্ষকের মর্যাদা রক্ষা, আত্মোপলব্ধি, সমাজিক সম্পর্ক উন্নয়ন ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে সম্মলিত শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এ শিক্ষক সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ রাশেদুজাম্মান বাবু। বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারন সম্পাদক আব্দুল খালেক ফারুক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক চৌধুরী, কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ নুরবক্ত, প্রধান শিক্ষক ফজলে এলাহী তমাল, অধ্যক্ষ হারুর অর রশীদ মিলন প্রমুখ। সমাবেশে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজর শিক্ষকদের নিয়ে একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়। প্রায় দেড় শতাধিক শিক্ষক সমাবেশে অংশ গ্রহন করেন।
বক্তারা বলেন, শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য আমরা সম্মিলিত আন্দোলন চালিয়ে যাব। সেই সাথে ছাত্রদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সকল ধরনের চেষ্টা করার অঙ্গিকার করা হয়।