|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, আগস্ট ০৪, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজারহাটে একুশে পদক প্রাপ্ত আব্রাহাম লিংকনকে সংবর্ধনা
রাজারহাট আদর্শ মহিলা কলেজের উদ্যোগে একুশে পদকপ্রাপ্ত লেখক, গবেষক ও উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আব্রাহাম লিংকনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
➤ কুড়িগ্রামে টিসিবির ২টন পঁচা ডাল চিনি ও ছোলা রাতের অন্ধকারে গর্তে চাপা
কুড়িগ্রামে রাতের অন্ধকারে প্রায় ২টন পঁচা দুর্গন্ধযুক্ত ডাল, চিনি ও ছোলা জঙ্গলে মাটির গর্তে চাপা দেয়া হয়। এ লোকসানের দায় কে নেবে- তানিয়ে চলছে কানাঘুষা। দেখা দিয়েছে নানা প্রশ্ন।
➤ ফুলবাড়ীতে র্যাবের অভিযানে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ দুইজনকে আটক করেছে রংপুর র্যাব-১৩। বুধবার (৩ আগস্ট) রাতে ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
➤ উলিপুরে ক্লাস চলাকালে সিলিং ফ্যানের আঘাতে চোখ হারালেন শিক্ষিকা
উলিপুরে ক্লাস চলাকালিন সময়ে বাঁশে বাঁধা ফ্যানের জিআই তার ছিঁড়ে ফ্যানের আঘাতে গুরুতর আহত শিরিনা আকতার চারদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এখন পর্যন্ত তাকে দেখতে আসেনি শিক্ষা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তা।