|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, আগস্ট ০৩, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ আওয়ামী লীগের সময়ে উচ্চ ফলনশীল মিথ্যা কথার জন্ম হয়েছে: কুড়িগ্রামে রুহুল করিব রিজভী
১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু হয়ে গেল ৩৩ হাজার কোটি টাকার প্রকল্প আর এর দুর্নীতির সাথে যারা জড়িত তারা প্রধানমন্ত্রীর কাছের লোক। তিনি আরো বলেন লোডশেডিং নাকি যাদুঘরে নিয়ে গেছে আওয়ামী লীগ কিন্তু এখন শহর থেকে গ্রাম সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে।
➤ উলিপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বুধবার (০৩ আগস্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
➤ কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, তীব্র ভাঙনের কবলে নিম্নাঞ্চল
ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ সব কটি নদ-নদীর পানি আবার বাড়তে শুরু করেছে। সব কটি নদ-নদীর পানি এখনও বিপৎসীমার নিচে থাকলেও প্লাবিত হয়েছে চরাঞ্চলের নিচু এলাকা।
➤ উলিপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
উলিপুরে ২০২২-২০২৩ অর্থবছরে কৃষি পূণর্বাসন কর্মসূচীর আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
➤ কুড়িগ্রামে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
অর্ধ দিনব্যাপী প্রশিক্ষণে কুড়িগ্রাম এবং উলিপুর উপজেলা থেকে ২৫জন সংবাদকর্মী অংশগ্রহন করেন। প্রশিক্ষণে স্বাস্থ্য সম্পর্কে, কুড়িগ্রাম জেলার স্বাস্থ্য পরিস্থিতি এবং স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন কিভাবে তৈরী করা যায় তার উপর দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।