।। নিউজ ডেস্ক ।।
উজানের পাহাড়ী ঢল ও ভারী বর্ষণের কারণে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত নদনদীর পানি বাড়ছে। নদী অববাহিকার নিম্নাঞ্চলের গ্রামগুলোতে পানি ঢুকে পড়ছে।
ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবারও বন্যা পরিস্থিতির আশংকায় আতঙ্কিত হয়ে পড়ছে নদী পাড়ের মানুষজন। রোপা আমন আবাদের ভরা মৌসুমে যারা এরই মধ্যে রোপা আমনের চারা রোপন করেছেন সেইসব কৃষকরা ক্ষতির আশংকা করছেন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় নদনদীর পানি বৃদ্ধি পেয়ে ধরলা নদীর পানি শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার ১২ সেন্টিমিটার এবং দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।