|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ভূরুঙ্গামারীতে স্বস্তির বৃষ্টিতে আমন চারা রোপনে ব্যস্ত কৃষক
টানা কয়েক সপ্তাহের তীব্র খরার পর বৃষ্টির দেখা মেলেছে ভূরুঙ্গামারীতে। স্বস্তির বৃষ্টিতে রোপা আমন ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা।
➤ ফুলবাড়ীতে বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে কুটুক্তি ও অসৌজন্য আচরণ করায় মানববন্ধন
ফুলবাড়ী উপজেলায় সদ্য গেজেটভুক্ত বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সচিব বীরপ্রতীক মরহুম বদরুজ্জান মিয়ার বিরুদ্ধে এক শ্রেনীর মানুষ ষড়যন্ত্র, কুটুক্তিসহ অসৌজন্যমূলক আচরন করায় মানববন্ধন ও সমাবেশ করেছেন গেজেটভুক্ত বীরমুক্তিযোদ্ধারা।
➤ কুড়িগ্রামে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে হেপাটাইটিস ’বি’ ও ’সি’ ভাইরাসে প্রায় ১ কেটি মানুষ আক্রান্ত। বেসরকারি হিসেবে প্রতি বছর ২০ হাজারের বেশি মানুষ মারা যায়। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল প্রতি ১০জন মানুষের মধ্যে ৯জন মানুষ জানে না তার শরীরে এই ভাইরাস রয়েছে।