|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, জুলাই ২৪, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা সুপারের মৃত্যু
আব্দুল করিম বাকরেরহাট বাজার থেকে বাইসাইকেলে বাড়ী ফেরার পথে বসার বাজার নামক স্থানে পৌঁছিলে নাজিমখাঁন থেকে আসা উলিপুর গামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এসময় তিনি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুত্বর আহত হন।
➤ কুড়িগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
ময়দার বস্তার গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়ার অপরাধে পুরাতন থানা পাড়ায় অবস্থিত সুফিয়া অটো ফ্লাওয়ার মিলসকে ১০ হাজার টাকা, সারের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সাদ্দির মোড়ে অবস্থিত আহমদ ব্রাদার্স ও পুরাতন স্টেশন পাড়ায় অবস্থিত সাহা এন্ড কোংকে যথাক্রমে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
➤ মৃত ব্যক্তির নাম ব্যবহার করে চাল আত্মসাতের অভিযোগ ভিতরবন্দ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
ঈদের সময় তালিকাভুক্ত দু’সহস্রাধিক দু:স্থ মানুষকে ভিজিএফের চাল না দিয়ে আত্মসাৎ করেন চেয়ারম্যান। মৃত ব্যক্তির নাম ব্যবহার করে ভিজিএফ এর চাল বরাদ্দ, একই ব্যক্তির নামে এবং একই পরিবারে একাধিক কার্ড প্রদান। অবস্থা সম্পন্ন ব্যক্তির নামে ভিজিএফ বরাদ্দ। ট্যাক্সের টাকা আত্মসাৎ, বিধি বহির্ভূতভাবে হাট ইজারা প্রদান করা, গেজেট ছাড়াই ইউনিয়নের নাম পরিবর্তন।
➤ উলিপুরে পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শাহ্ জালাল (১৪) নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ জুলাই) দুপুরে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।