।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শাহ্ জালাল (১৪) নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ জুলাই) দুপুরে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবার সুত্রে জানা গেছে, ওই গ্রামের সাহেব আলীর শারীরিক প্রতিবন্ধী পুত্র শাহ্ জালাল বাড়িতে কেউ না থাকায় সবার অজান্তে লাফিয়ে লাফিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পরে ডুবে যায়। এরপর বাবা-মা বাড়িতে এসে তাকে খুঁজে না পেয়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
//নিউজ/উলিপুর//মালেক/জুলাই/২৪/২২