|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, জুলাই ২৩, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে রূপালী ব্যাংকের উদ্যোগে এক হাজার বন্যার্ত পরিবারে ত্রাণ বিতরণ
শনিবার (২৩ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা সদরের মোগলবাসা ইউনিয়নের সেনেরখামার হাই স্কুল মাঠে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সোয়াবিন তেল সহ চিড়া, চিনি, লবণ ও খাবার স্যালাইন।
➤ উলিপুর পৌরসভার উপ-প্রকল্প উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
উলিপুর পৌরসভার উপ-প্রকল্প উন্নয়নে শনিবার সকাল ১০টায় পৌর অফিসে শহর অবকাঠামো উন্নয়ন কার্যক্রম (ইউজিআইআইপি-৩), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
➤ উলিপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানকে ধারণ করে উলিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
➤ ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩৬) নামের এক ব্যাটারি চালিত অটোচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শফিকুলকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী পপি আক্তার (৩২) গুরুতর আহত হন।
➤ ভূরুঙ্গামারীতে শরীরের হাড় ও মাথার খুলিসহ কবিরাজ আটক
ভূরুঙ্গামারীতে কথিত এক কবিরাজকে এলাকার মানুষ “বান মারার কাজে ব্যবহৃত মৃত মানুষের মাথার খুলি ও শরীরের হাড়সহ আটক করে থানায় সোপর্দ করেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামে।
➤ উলিপুরে বালু উত্তোলনের ফলে ব্লক পিসিং ধস, নদী গর্ভে বিলীন ৪টি বসতভিটা
উলিপুরে তিস্তা নদী অববাহিকায় কিছুটা পানি বেড়েছে। বাঁধের তীর ঘেঁষে বলগেট নৌকা দিয়ে বালু উত্তোলন ও পানির তীব্র স্রোতে উপজেলা দলদলিয়া ইউনিয়নের ঠুটাপাইকর এলাকায় তিস্তা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক-পিসিং ধসে গেছে।