|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ নাগেশ্বরীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের
নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ৭ বছরের এক কন্যা শিশুকে যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে রাতের আধারে ৬০ হাজার টাকায় দফারফা করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার কচাকাটা থানার ইন্দ্রগড় ব্যাপারীটারী গ্রামে এ ঘটনা ঘটে।
➤ উলিপুরে স্ত্রীর মামলায় পলাতক স্বামী গ্রেফতার
উলিপুরে স্ত্রীর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জামিরুল ইসলাম(২৬) ধরণীবাড়ী তেলিপাড়া গ্রামের মৃত নজির হোসেনের পুত্র। তিনি ৯ মাস পলাতক ছিলেন।
➤ কুড়িগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
➤ কুড়িগ্রামে স্বপ্নের ঠিকানা পেল গৃহহীনরা
তৃতীয় পর্যায়ে কুড়িগ্রামে ১২৫৯টি গৃহহীন পরিবারকে গৃহ বরাদ্দ দেয়া হল। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ১৫৬৯জন, দ্বিতীয় পর্যায়ে ১০৭০জনসহ মোট ৩৮৯৮জন পরিবার গৃহের সুবিধার আওতায় এলো। জেলায় মোট ৪১২০জন গৃহহীনকে গৃহ প্রদানের টার্গেট নেয়া হয়েছে। পরবর্তীতে আরো ২২২জনকে গৃহ প্রদানের জন্য বরাদ্দ চাওয়া হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।