|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জুলাই ২০, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিলের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক সদ্য প্রকাশিত গেজেট থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তালিকা থেকে তাদের নাম বাতিলের দাবীতে সমাবেশ ও মানববন্ধন করেছে কুড়িগ্রামের মুক্তিযোদ্ধারা। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানবন্ধনে জেলার ৯টি উপজেলার কয়েকশ মুক্তিযোদ্ধা অংশ নেন।
➤ চিলমারীতে প্রতিবন্ধি হুইল চেয়ার ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
চিলমারী উপজেলায় বেসরকারি সংস্থা রোডেম ফাউন্ডেশন পক্ষ থেকে ৩শতাধিক অসহায় পরিবারকে খাদ্য সহায়তা এবং শারিরিক প্রতিবন্ধি ২০জন শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়।
➤ কুড়িগ্রামে গৃহহীনদের জমিসহ গৃহ হস্তান্তরের কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলার কার্যক্রমের বিষয়ে তথ্য উপাত্ত তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
➤ কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের মানববন্ধন
সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বারবার পৈশাচিক কায়দায় হামলা করা হলেও আইন শৃংখলা বাহিনী ও সরকার কার্যকর ভূমিকা পালন করছে না। এ সকল অন্যায়ের কোন বিচার পাওয়া যায় না। মানববন্ধন ও প্রতিবাদের মাধ্যমে সকল অন্যায়ের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার ও আমাদের নিরাপত্তার দাবী জানান বক্তারা।
➤ ভূরুঙ্গামারীতে চলন্ত ট্রলির পেছনে ঝুলতে গিয়ে প্রাণ হারাল শিশু
ভূরুঙ্গামারী উপজেলায় খেলার ছলে ইট বোঝাই ট্রলির পিছনে ঝুলতে গিয়ে এক শিশু প্রাণ হারিয়েছে। বুধবার (২০ জুলাই) সকালে বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামে এই ঘটনা ঘটে।