|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার , জুলাই ১৯, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত
উলিপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটরিয়াম হলরুমে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
➤ কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার আমন চাষীকে হাইব্রিড ধান বীজ প্রদান
কুড়িগ্রামের বন্যা কবলিত এক হাজার কৃষককে ব্রি হাইব্রিড-৬ জাতের আমনবীজ সহায়তা দেয়া হয়েছে। প্রতিটি কৃষক পরিবারকে উচ্চ ফলনশীল এই জাতের ২ কেজি করে ধানবীজ প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিপ্তরের তত্বাবধানে বাংলাদেশ সিড এসোসিয়েশনের উদ্যোগে এই বীজ সহায়তা দেয়া হয়েছে।
➤ কুড়িগ্রামের সুস্বাদু লটকন যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে
কুড়িগ্রামে উৎপাদিত সুস্বাদু লটকনের চাহিদা বেড়েই চলেছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এই লটকন। এ লক্ষ্যে জেলায় ব্যাপকহারে চাষ করা হয়েছে লটকন। কিন্তু তুলনামূলক কম ফলন এবার দ্বিগুণের উপর দাম পাওয়ায় খুশি চাষীরা।
➤ কুড়িগ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লাল মিয়ার পরিবারের মানবেতর জীবন
মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে বাদ পড়া বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে ক-তালিকায় স্থান পেয়েও গেজেটে নাম না আসায় হতাশ হয়ে পড়েছে কুড়িগ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা লাল মিয়ার পরিবার। স্বীকৃতি না মেলায় দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে অসহায় দিন যাপন করছেন তার স্ত্রী বৃদ্ধা রাবেয়া বেগম। মৃত্যুর আগে স্বামীর মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেখে যেতে চান তিনি।