|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, জুলাই ১৬, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ ও শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামে শিশু-কিশোরদের অস্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শিশু-কিশোরদের একুশের চেতনায় উজ্জীবিত করতে গত ২১ শে ফেব্রুয়ারী স্থানীয় সাংস্কৃতিক সংগঠন শিশুদের হাতে তৈরি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করে।
➤ নাগেশ্বরীতে হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পের তালিকা গঠনে অনিয়মের অভিযোগ
নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের গত ২০২১-২২অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পে হতদরিদ্রদের সাথে স্বচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিয়নের সাড়ে তিন শতাধিক হতদরিদ্রদের তালিকায় প্রায় অর্ধশতাধিক নামের অনিয়ম পাওয়া গেছে।
➤ উলিপুরে যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ির নির্যাতনে গৃহবধুর মৃত্যু
দলদলিয়া ইউনিয়নের কানিপাড়া গ্রামে স্বামী ও শাশুড়ির নির্যাতনের শিকার হয়ে ফাতেমা বেগম (১৯) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শাশুড়ি শাহিদা বেগমকে আটক করলেও ঘাতক স্বামী শামীম মিয়া পলাতক রয়েছেন।
➤ উলিপুরে প্রতিশ্রুতি ৭ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। “ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই স্লোগানকে ধারণ করে উলিপুরে প্রতিশ্রুতি ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।