|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জুলাই ১৪, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ যুবদল নেতা হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ
যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধ্বনিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম থানাপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জিয়া বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
➤ চিলমারীতে ‘ধর্ষণ চেষ্টার ঘটনা’ ধামাচাপা দিতে গৃহবধূকে কুপিয়ে জখম
বুধবার ফজরের নামাজ শেষে ওই গৃহবধূর স্বামী দ্বিতীয় ছেলেসহ নদীর পাড়ে জমি দেখতে যান। এই সুযোগে রিয়াজুল ইসলাম ওই গৃহবধূর শয়ন কক্ষে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ঘরে থাকা ওই গৃহবধূর ছেলেমেয়ে বুঝতে পারলে একপর্যায়ে গৃহবধূ ও তার ছেলেমেয়েদের বেধড়ক মারধর করেন ওই ব্যক্তি।
➤ কুড়িগ্রামে বন্যা সহিষ্ণু বিনা ১১ জাতের ধান চাষে প্রশিক্ষণ ও বীজ বিতরণ
কুড়িগ্রামে বন্যার্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু ধান গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বন্যা সহিষ্ণু বিনা ধান-১১ উৎপাদন প্রযুক্তি কলাকৌশল নিয়ে কৃষক প্রশিক্ষণ ও বীজ সহায়তা প্রদান করা হয়েছে।
➤ উলিপুরে এস.এ.ডব্লিউ.এ.বি এর উদ্যোগে হত-দরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ
ঈদের পরের দিন (সোমবার) থেকে বৃহস্পতিবার (১৪ জুলাই) পর্যন্ত উলিপুর পৌরসভা, থেতরাই, গুনাইগাছ, বজরা, দলদলিয়া ও ধরনীবাড়ী ইউনিয়নের প্রায় ১৫ টি গ্রামে মাংস বিতরণ করা হয়।
➤ ভিতরবন্দ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে
চেয়াম্যান শফিউল আলম শফি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করতে এসব পরিকল্পিত ষড়যন্ত্র। মেম্বারদের অনৈতিক আবদার পূরণ করতে না পারায় আমি পরিস্থিতির শিকার। আমার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেয়ার এখনও ৬মাস হয়নি। সরকারি নীতিমালা অনুযায়ী ৬মাস পূর্তির আগে অগ্রহনযোগ্য তাদের এ অনাস্থা প্রস্তাব ।
➤ ফুলবাড়ীতে অটোচালক হত্যা মামলা নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং
ফুলবাড়ী উপজেলায় ব্যাটারী চালিত অটো রিকসাচালক আব্দুর রাজ্জাক(৩৩) কে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করে প্রেস ব্রিফিং করেছে জেলা পুলিশ।