|| নিউজ ডেস্ক ||
আজ বুধাবার, জুলাই ১৩, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
আরিফুল ইসলাম মিরপুর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে আসেন তিনি। সোমবার দুপুর আড়াইটার দিকে স্ত্রীসহ মোটরসাইকেলে উলিপুর ব্র্যাক অফিসের সামনে বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এসময় তার স্ত্রীর কোন ক্ষতি না হলেও গুরুত্বর আহত হন আরিফুল ইসলাম। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার (১২ জুলাই) রাত পোনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
➤ নাগেশ্বরীতে পাওনা টাকা দেয়ার কথা বলে পিটিয়ে হত্যার অভিযোগ
উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মৃত আজগার আলী আজাদের ছেলে খোকনের মাদকের ব্যবসার ভারী হিসেবে কাজ করতেন কালিগঞ্জ ইউনিয়নের মন্নেয়ারপাড় এলাকার মৃত শমসের আলীর ছেলে সফিকুল ইসলাম। বেশ কিছুদিন ধরে সফিকুলকে মালামাল পরিবহনের টাকা দিচ্ছিল না খোকন। এ কারণে সে কাজ বন্ধ করে দেয় এবং তাকে টাকা না দেয়ায় তার মাদকের ব্যবসার কথা সব জায়গায় বলার হুমকি দেয় সফিকুল। এরই জেরে ঈদের তৃতীয় দিন মঙ্গলবার বিকালে খোকন একজনকে সাথে নিয়ে মোটরসাইকেলে সফিকুল ইসলামের বাড়ি গিয়ে তাকে তুলে নিয়ে এসে ব্যপারীহাটে নিজের মৎস্য খামারে বেধড়ক পিটিয়ে অটোতে করে বাড়ি পাঠিয়ে দেয়। ওই অবস্থায় সফিকুলকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে রাত সাড়ে ৩টার দিকে সে মারা যায়।