।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে প্রায় ৮ লক্ষাধিক টাকার সমমূল্যের খাদ্য দ্রব্যাদি পরপর দুই দফায় ৮০০ পরিবারের মধ্যে ত্রাণ ও ঈদ উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের একটি প্লাটফর্ম। শনিবার (০৯ জুলাই) সদর উপজেলাসহ চিলমারী, উলিপুর, নাগেশ্বরী উপজেলার চরাঞ্চলগুলোতে এসব খাদ্যদ্রব্যাদী বিতরণ করা হয়। এসময় উল্লেখ্য উপজেলাগুলোর থানা পুলিশের নিরাপত্তায় সার্বিক সহায়তা করেন প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক বৃন্দ।
গত ২ ও ৩ জুলাই প্রথম দফায় ৬০০ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণী প্যাকেজে ছিল – চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, লবন ১ প্যাকেট, পেয়াজ ১ কেজি, হলুদের গুঁড়া ১০০ গ্রাম, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, সেমাই ১ পিচ, চিনি হাফ কেজি, এবং স্যানিটারি ন্যাপকিন ১ প্যাকেট। এরপর ০৭ ও ৮ জুলাই সম্পন্ন হওয়া দ্বিতীয় দফায় ঈদ উপহার সামগ্রী প্যাকেজে ছিল – পোলাও এর চাল ২ কেজি, সেমাই ২ পিচ, লাচ্চা ১ পিচ, তেল হাফ লিটার, বাদাম-কিসমিস ১০ টাকার, দুধের মিনি প্যাকেট ২ পিচ, চিনি হাফ কেজি,গরম মসলা টাকার, হলুদের গুঁড়া ৫০ গ্রাম, মরিচের গুঁড়া ৫০ গ্রাম, এবং পেঁয়াজ ১ কেজি।
কাজটির সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভলান্টিয়ারগণ উপযুক্ত স্থানে বাড়ি বাড়ি ঘুরে আগে ভুক্তভোগী পরিবারগুলো নির্ধারণ করেন এবং পরবর্তীতে নির্ধারিত পরিবারগুলোর মাঝে কার্ড বিতরণ করেন। কার্ড অন্তর্ভুক্ত পরিবারগুলোকে চরের নির্দিষ্ট জায়গায় একত্রিত করে ত্রাণ বিতরণী কার্যক্রম সম্পন্ন করা হয়।
এই কার্যক্রমের সাথে সংযুক্ত থাকা সিঙ্গাপুর প্রবাসী মাসুম হাসান জুয়েল বলেন, আমরা ইতোমধ্যে সিলেট এবং সুনামগঞ্জ আমাদের প্রথম কার্যক্রম সম্পন্ন করেছি সেখানকার নৌ-বাহিনী এবং কোস্টগার্ডের সার্বিক সহায়তায়। কুড়িগ্রামে এই ধরনের প্রশাসনিক সুবিধা না থাকায় আমরা এখানকার স্থানীয় স্বেচ্ছাসেবীদেরকেই আস্থার জায়গায় রেখেছি এবং আমরা শতভাগ সুশৃঙ্খলতার সাথে আমাদের কার্যক্রমটি এখানেও সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
কুড়িগ্রামে সম্পন্ন হওয়া এই কার্যক্রমটির সমন্বয়ক সোহানুর রহমান বলেন, আমার এক সাংগঠনিক বড় ভাই সিঙ্গাপুর প্রবাসী। উনি যখন আমাকে রিকোয়েস্ট করলেন আমি আমার সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে এই কার্যক্রমটি সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আমার খুব করে বোধ হয় আর্থিক সক্ষমতা হয়তো আমার নেই। কিন্তু এই সকল দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবার জন্য আছে সাংগঠনিক সক্ষমতা, সততার ও নিষ্ঠার সাথে কাজ সম্পন্ন করার মানসিকতা।