|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, জুলাই ০৮, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে মাদ্রাসার বহুতল ভবনের উদ্বোধন
উলিপুরে চৌমুহনী বাজার নূরানী, হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং এর বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে শুক্রবার (০৮ জুলাই) ২টায় বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।
➤ নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ
ধর্ষণের শিকার ছাত্রীর মাতা মনোয়ারা বেগম ও নানী শাহেরা বেগম ধর্ষণের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের মেয়ে কে পাটক্ষেতে ধর্ষণ করে আবির পালিয়ে যায়। আমরা বিচার থেকে বঞ্চিত। প্রভাবশালী মহল মাত্র ৫৫হাজার টাকা দিয়ে লিখিত করে নিয়েছে।
নাগেশ্বরী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল ইসলাম ইসরাইল বলেন, গতকাল (৭জুন) আমার মাধ্যমে স্থানীয়দের উপস্থিতিতে বিষয়টি ৫৫হাজার টাকায় আপোষ করা হয়।
➤ উলিপুরের ভিজিএফের চাল ফেরত, ভাল চাল সরবরাহের আশ্বাস খাদ্য বিভাগের
নানান নাটকীয়তার পরে অবশেষে সেই পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে পৌর মেয়রে কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, ইউএনও বিপুল কুমার, পৌর মেয়র মামুন সরকারসহ খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে ঘন্টাব্যাপী বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।