|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জুলাই ০৬, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন
উলিপুরে ২ হাজার বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬ জুলাই) সকাল ১১টায় জেলা পরিষদের মালিকানাধীন রাস্তা পৌরসভার তেঁতুলতলা থেকে বজরাগামী সড়কে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি আলহাজ্ব জাফর আলী।
➤ উলিপুরে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা
উলিপুরে ধরলা নদীর বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৫টি চর গ্রামের কয়েকশত পরিবারকে খাদ্য সামগ্রী দেয় বেসরকারী উন্নয়ন সংগঠন বন্ধন মানবিক কল্যান সংস্থা।
➤ কুড়িগ্রামে ক্ষেত মজুরদের বাসস্থান ও রেশনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ক্ষেত মজুরদের স্থায়ী রেশনিং ব্যবস্থা চালুকরণ ও গৃহহীন ক্ষেতমজুরদের স্থায়ী পুনর্বাসনের দাবিতে কুড়িগ্রাম জেলা ক্ষেতমজুর সমিতি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (০৬ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বরে এসে সমাবেশ করতে গেলে পুলিশ বাঁধা দেয়। এসময় শাপলা চত্বর থেকে পুরাতন শহর ঘুরে খলিলগঞ্জ বাজারে গিয়ে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়।
➤ ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু
ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (০৬ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ এচাহাক আলী(৫৮)। তিনি ওই এলাকার মৃত মনিরুজ্জামান ওরফে মনির ধনির ছেলে।
➤ উলিপুরে শিয়ালের জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে খামারীর মৃত্যু
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মতিয়ার রহমান পেশায় একজন মুরগি খামারী। কয়েকদিন ধরে তার খামারে শিয়ালের উৎপাত বেড়ে যায়। এতে তিনি চরম রুষ্ট হন। এরপর প্রতিরাতে শিয়াল থেকে রক্ষা পেতে খামারের চারদিকে জিআই তার প্যাঁচিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন মতিয়ার। বুধবার সকালে সংযোগ বিচ্ছিন্ন না করে খামারে প্রবেশকালে বিদুতায়িত হয়ে গর্তে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মতিয়ার রহমান মুরগির খামারীর পাশাপাশি কবিরাজি চিকিৎসাও করতেন। তিনি দুই কন্যা ও এক সন্তানের জনক বলেও জানান স্থানীয়রা।