|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, জুলাই ০৪, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে পঁচা ও দুর্গন্ধযুক্ত ভিজিএফের চাল সরবরাহের অভিযোগ
উলিপুরে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিম্নমানের, পঁচা ও দুর্গন্ধযুক্ত ভিজিএফ‘র চাল সরবরাহ করার অভিযোগ উঠেছে। সোমবার (০৪ জুলাই) উলিপুর পৌরসভার জন্য বরাদ্দকৃত জনপ্রতি ১০ কেজি করে ৩ হাজার ৮১ জন দুস্থ ও দারিদ্র পরিবারের জন্য ৩০.৮১ মেট্রিক টন নিম্নমানের, পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহ করা হয়। এসময় বিষয়টি উলিপুর পৌর মেয়রের নজরে আসলে চালগুলো তিনি আটকে দেন। এসব নিম্নমানের চাল সরবরাহের ঘটনা ফাঁস হলে সাধারণ মানুষের মাঝে তোলপাড় শুরু হয়।
➤ উলিপুরে কর্মসংস্থান কর্তৃপক্ষের অবহেলায় ফেরত গেছে প্রকল্পের ১৬ লক্ষ টাকা
উলিপুরে নির্দিষ্ট সময়ে তালিকা প্রনয়ণ না হওয়ায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচীর প্রায় সাড়ে ১৬ লাখ টাকা ল্যাপস (ফেরত) যাওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে এ ঘটনা ঘটে। এতে করে এ উপজেলার ৫ হাজার ৭১ জন হত দরিদ্র উপকারভোগী পরিবার ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টি জানাজানি হলে এসব মানুষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
➤ সারাদেশে শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে কুড়িগ্রাম ও উলিপুরে পৃথকভাবে মানববন্ধন অনুষ্ঠিত
সারাদেশে শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা শিক্ষা পরিবারের আয়োজনে ও উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ গেটের সামনে উলিপুর – কুড়িগ্রাম সড়কে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
➤ কুড়িগ্রামে বন্যা কবলিতদের পাশে দাঁড়াল আমান গ্রুপ
‘হাতে হাত রেখে কাজ করি, দুর্যোগমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ৪০৪টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করল আমান গ্রুপ। সোমবার দুপুরে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গফুর, আমান সিমেন্টের সিনিয়র ম্যানেজার মো. কামরুজ্জামান, আমান ফিড’র সিনিয়র ম্যানেজার ডা. অনুকুল চন্দ্র সেন, আমান সিমেন্টের ডেপুটি ম্যানেজার কামরুল হাসান প্রমুখ।