|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, জুলাই ০৩, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ৭-১৩ জুলাই এক জেলা থেকে অন্য জেলায় চলবে না মোটরসাইকেল
রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে (ভার্চুয়ালি) মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন- এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। একই সময়ে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না। কোনও জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে তা পুলিশকে জানাতে হবে। পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার অন্য জেলায় মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে।
➤ শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে শিক্ষক সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত
সারাদেশে শিক্ষকদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান’র ব্যানারে মানববন্ধন করা হয়েছে। রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল মালেক, সেক্রেটারী মোশাররফ হোসেন ফারুক, শিক্ষক নেতা মোর্শেদ আলম, কেএম আনিছুর রহমান, তাছাদ্দুক হোসেন, খন্দকার মোয়াজ্জেম হোসেন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন উপজেলার শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
➤ ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে দেশে ফেরার সময় নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার
ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে কাঁটাতারের বেড়া পাড় হয়ে নীলকমল নদী সাঁতরিয়ে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের ধাওয়ায় পানিতে ডুবে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ভারতীয় বিএসএফ। রবিবার (০৩ জুলাই) দুপুর দেড়টায় জিরোলাইনে ভারতীয় অংশে নীলকমল নদী থেকে বাংলাদেশী দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ১৯২ ব্যাটালিয়নের সেউটি-১ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ও সাহেবগঞ্জ থানার পুলিশ।
➤ কুড়িগ্রামে দুদকের সমন্বিত কার্যালয়ের উদ্বোধন
সারাদেশে একযোগে ১২টি সম্বন্বিত কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন করা হয়। এনিয়ে সারাদেশে সমন্বিত দুদুক কার্যালয়ের অফিস সংখ্যা দাঁড়াল ৩৬টিতে। এরমধ্যে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা মিলে এই সমন্বিত কার্যালয়টি চালু করা হল।