|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, জুলাই ০২, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে কলেজ শিক্ষার্থী বাবলু হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষার্থী বাবলু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার (০২ জুলাই) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজের সকল শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আয়োজনে কুড়িগ্রাম সরকারি কলেজ গেটের মুল ফটকের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
➤ কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ধাওয়া; দুই শিশু নিখোঁজ
শুক্রবার গভীর রাতে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী ধাপরারহাট এলাকার মানব পাচারকারী জায়দুল ও গেদার মাধ্যমে ভারতের হরিয়ানা রাজস্থান সীমান্তের সুলতানপুর এলাকার হাসিহেসা ভাটায় কাজ শেষে ভারতে কোচবিহার জেলার দিনহাটা থানার সেউটি সীমান্তের কাটাতারের বেড়া কাটিয়ে বাংলাদেশের রহিজ উদিন (৩৭) ও তার স্ত্রী সামিনা বেগম, ৮ বছরের শিশু সন্তান পারভিন খাতুন ও ৪ বছরের সাকেবুর হাসান ও তাদের সঙে থাকা সুলতানকে নীল কমল নদের তীরে পানিতে দাড়িয়ে রাখে। এসময় টহলে থাকা ভারতীয় বিএসএফ নদের পানিতে শব্দ শুনতে পেয়ে উচ্চস্বরে বাশিঁ বাজাতে থাকে। পরক্ষনে ভয় পেয়ে মা সামিনা বেগম গভীর পানিতে যেতে থাকলে খরস্রোত নদে ডুবিয়ে যায় শিশু সন্তান পারভিন ও সাকেবুল।
➤ রাজীবপুর উপজেলা চেক জালিয়াতি দায়ে চেয়ারম্যান কারাগারে
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার রাজন মিয়া চেয়ারম্যানের কাছে ব্যবসার ১২ লাখ টাকা পান। পাওনা টাকা পরিশোধের জন্য চেয়ারম্যান তাকে একটি চেক দেন। কিন্তু সেই অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না।
➤ চাকরি জাতীয়করণের দাবীতে কুড়িগ্রামে আর্দশ শিক্ষক ফেডারেশনের সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে মিডিয়াকর্মীদের সামনে ৮দফা দাবী তুলে ধরেন শিক্ষকবৃন্দ। দাবীগুলো হচ্ছে চাকরীর বয়সসীমা ৬৫ বছর করা, শতভাগ বোনাসসহ শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা, গ্রাম ও শহরের প্রতিষ্ঠানে একই ধরণের শিক্ষা সামগ্রীসহ ডিজিটাল ল্যাব চালু, ম্যানেজিং কমিটিকে রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাবমুক্তকরণ, পেনশন প্রাপ্তীতে অযথা হয়রাণী বন্ধ, নিখুঁত যাচাই বাছাই করে নন এমপিও প্রতিষ্ঠান ও শিক্ষকদের এমপিওভুক্তকরণ এবং মাধ্যমিক পর্যায়ে পাঠদানপ্রাপ্ত প্রতিষ্ঠান সমুহের একাডেমিক স্বীকৃতি প্রদানের অথবা জটিলতা পরিবার করা, শিক্ষকদের নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা শিশু শ্রেণি থেকে সকল শ্রেণিতে বাধ্যতামূলক করতে হবে।
➤ উলিপুরে বেগমগঞ্জ ইউনিয়নের দূর্গম চরে স্কুল উদ্বোধন
আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম(পিইডিপি-৪) এর আওতায় উলিপুর উপজেলায় ১৩টি ইউনিয়নে ঝঁড়ে পড়া শিশুদের স্কুল মুখি করে পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলার ৯০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৭০ জন শিক্ষার্থীকে স্কুলমুখি করার কার্যক্রম জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় ও কুড়িগ্রাম ছিন্নমুকুল বাংলাদেশের বাস্তবায়নে শুরু হয়েছে। এ কার্যক্রম চলমান থাকলে বদলে যাবে এসব এলাকার ঝড়ে পড়া স্কুল বিমুখ ছেলেমেয়ের শিক্ষা জীবন।
➤ ভুরুঙ্গামারীতে শুরু হয়েছে কোরবানির হাট, প্রস্তুত ২২ হাজার পশু
শনিবার (০২ জুলাই ) সকালে উপজেলার একমাত্র পশুরহাট ভূরুঙ্গামারী হাটে দেখা যায়, ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে হাটে আসতে শুরু করেছেন পাইকারি বিক্রেতা, খামারি ও গবাদিপশু পালনকারি প্রান্তিক কৃষকগণ। দেশি গরুতে বাজার ভরেগেছে। বিক্রেতারা বড় গরুর দাম হাঁকছেন ৮০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া ৯০ থেকে ১০০ কেজি ওজনের গরুর দাম ৬৫ থেকে ৭০ হাজার টাকা চাওয়া হচ্ছে । কুরবানির সম্মেলিত ও একক ক্রেতাসহ উপজেলার বাইরে থেকে বেশ কিছু পাইকার এসেছেন পশু কিনতে। প্রখর রোদের মধ্যেই হাটে পশু বেচাকেনা হচ্ছে। ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে কুরবানির হাট।
➤ ফুলবাড়ীতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত
বৃক্ষরোপণ কালে সমাজকর্মী ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ শহিদুল ইসলাম মুঠোফোন বার্তায় বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে, সবুজায়ন এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী আমাদের একটি চলমান প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় আজ ফুল, ফল ও ঔষধি গুণ সম্পন্ন গাছের চারা রোপণ করা হলো। এছাড়াও আমদের এ ফাউন্ডেশন দেশের বিভিন্ন সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও জনসচেতনতা মূলক কর্মকান্ডের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আসছে।
➤ কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি
নদ-নদীর পানি হ্রাস অব্যাহত থাকায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। ধরলা ও দুধকুমারের নদীর পানি হ্রাস পেয়ে বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কমেছে ব্রহ্মপুত্র, তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানিও।
➤ শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি থেকে বঞ্চিত রৌমারীর ১৬৯ শিক্ষার্থী
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি থেকে রৌমারীর যাদুরচর ডিগ্রি কলেজের ১৬৯ জন শিক্ষার্থী বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। উপবৃত্তি বঞ্চিত শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় কলেজ পরিচালনা কমিটির সাথে অধ্যক্ষের দ্বন্দ্বকে দায়ী করছেন অভিভাবকরা।