।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের স্কুল উদ্বোধন করা হয়েছে। শনিবার (০২ জুলাই) উপজেলার ব্রহ্মপূত্র নদ বিচ্ছিন্ন বেগমগঞ্জ ইউনিয়নের দুর্গম চরাঞ্চল সরকার পাড়া-২ গ্রামে উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের উদ্বোধন করেন, কুড়িগ্রাম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ছিন্নমুকুল বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সুশান্ত পাল, জেলা প্রোগ্রাম ম্যানেজার শফিকুল ইসলাম, ফিন্যান্স ম্যানেজার জুয়েল ইসলাম, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া, মিজানুর রহমান মন্ডল প্রমূখ।
আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম(পিইডিপি-৪) এর আওতায় উলিপুর উপজেলায় ১৩টি ইউনিয়নে ঝঁড়ে পড়া শিশুদের স্কুল মুখি করে পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলার ৯০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৭০ জন শিক্ষার্থীকে স্কুলমুখি করার কার্যক্রম জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় ও কুড়িগ্রাম ছিন্নমুকুল বাংলাদেশের বাস্তবায়নে শুরু হয়েছে। এ কার্যক্রম চলমান থাকলে বদলে যাবে এসব এলাকার ঝড়ে পড়া স্কুল বিমুখ ছেলেমেয়ের শিক্ষা জীবন।
//নিউজ/উলিপুর//মালেক/জুলাই/০২/২২