|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, জুলাই ০১, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে শুরু হলো ৮ দিনের রথযাত্রা উৎসব
“জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে’ এই শ্লোক উচ্চারণের মধ্য শুক্রবার (১ জুলাই) থেকে কুড়িগ্রামে শুরু হলো ৮ দিন ব্যাপী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। সনাতন সম্প্রদায়ের অন্যতম এই উৎসবটি উপলক্ষে বিকেলে কুড়িগ্রাম শ্রী জগন্নাথ নামহট্ট (ইসকন) মন্দির থেকে জগন্নাথ,বলরাম,শুভদ্রা দেব-দেবীর মূর্তি নিয়ে এক বনার্ঢ্য রথের শোভাযাত্রা বের হয়।
➤ শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে সমাবেশ ও মানববন্ধন
সাভারে শিক্ষক হত্যা, নড়াইলে শিক্ষক নির্যাতন ও অবমাননাসহ সকল সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ জুলাই) সকাল ১১ টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ সমাবেশের আয়োজন করে।
➤ কুড়িগ্রামে বন্যায় কৃষিতে ১২৭ কোটি টাকার ক্ষতি
কুড়িগ্রামের নদ-নদী অববাহিকার চার শতাধিক চরাঞ্চলসহ বিস্তীর্ণ ফসলের ক্ষেত থেকে বন্যার পানি নেমে গেলেও অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাট, ধান ও শাক-সবজিসহ জেগে ওঠেছে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ফসলের ক্ষেত। চলতি বন্যায় কুড়িগ্রাম জেলায় ১৫ হাজার ৮৫১ হেক্টর জমির বিভিন্ন ফসল বিনষ্ট হওয়ায় কৃষিতে ১২৭ কোটি ৫৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে ৮০ হাজার ৩৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কুড়িগ্রাম জেলা কৃষিবিভাগ এ তথ্য দিয়েছে।
➤ উলিপুরে ৩’শ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
উলিপুরে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সাহেবের আলগা ইউনিয়নে ৩’শ বন্যার্ত পরিবারের মাঝে ১০কেজি চাল, হাফ কেজি করে চিনি, মুসুর ডাল, লবণ, এক কেজি চিড়া, মোমবাতি,গ্যাস লাইট ও সাবান বিতরণ করা হয়।