|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী হত্যায় পাল্লাপাল্টি সমাবেশ ও মানববন্ধন, গ্রেফতার ১
কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী শামীম আশরাফ বাবলু হত্যায় পাল্টাপাল্টি সমাবেশ ও মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা ছাত্রলীগ বাবলু হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে দেড়ঘন্টা সড়ক অবরোধ করে মানববন্ধন করে। অপরদিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগ ও এলাকাবাসীর ব্যানারে শহরের ত্রিমোহনী বাজারে ঘড়যন্ত্রমূলক মামলা থেকে ইউনিয়ন চেয়ারম্যান লিটন মিয়ার নাম প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এই হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ১নং আসামী রাশেদা বেগমকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার।
➤ উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুরে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে সুমাইয়া নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি পার্শ্ববর্তী দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়ার বামন পাড়া গ্রামের সাইদী মিয়ার কন্যা।
➤ কুড়িগ্রামে ২য় দফার বন্যায় চরম দুর্ভোগে বানভাসী মানুষ
বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দ্বিতীয় দফায় আবারো বন্যা দেখা দিয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে ধরলা ও দুধকুমারের পানি। তিস্তা ও ব্রহ্মপুত্রের পানিও বাড়ছে। ফলে নাগেশ্বরী, ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার অন্তত ৬০টি চর ও নদী সংলগ্ন গ্রামের নিম্নঞ্চল প্লাবিত হয়েছে। ঘরবাড়িতে পানি ওঠায় অনেকেই উঁচু ভিটা, রাস্তা ও বাঁধের উপর আশ্রয় নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৫০ হাজার মানুষ।