|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জুন ২৯, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে সদর উপজেলা পুষ্টি কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে সভার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। সদর উপজেলা প্রশাসন ও সদর স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং সংঘ প্রকল্পের সহযোগিতায় দ্বি-বার্ষিক পরিকল্পনা তুলে ধরেন সংঘ প্রকল্পের স্থানীয় কনসালটেন্ট মো. নাজমুল হক।
➤ আবারও বাড়ছে কুড়িগ্রামের নদ নদীর পানি, ২য় দফা বন্যার আশংকা
গত ২৪ঘন্টায় ধরলা নদীর পানি বেড়ে শিমুলবাড়ী পয়েন্টে বিপৎসীমার ২৮সে.মি উপর দিয়ে, দুধকুমর নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ৪ সে.মি উপর এবং ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৩সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফলে আবারো এসব নদ-নদী অববাহিকার নিম্নাঞ্চলসমূহ পানিতে তলিয়ে গেছে। প্রায় নতুন করে ফের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গ্রামীণ রাস্তাঘাটে ফের পানি উঠতে শুরু করেছে। এখন পর্যন্ত প্রথম দফা বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই ফের নতুন করে বন্যার সৃষ্টি হলে মারাত্মক বিপদের সম্মুখীন হবে এ জেলার নদী পাড়ের মানুষজন।
➤ কুড়িগ্রামে মৃত জেলের পরিবারকে ৫০ হাজার টাকার চেক প্রদান
কুড়িগ্রাম সদর উপজেলা মৎস বিভাগের উদ্যোগে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নদীতে পরে নিহত জেলে সুমন চন্দ্র দাস (৭১) এর স্ত্রী নারায়ণী রানীর হাতে নগদ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় মৎস বিভাগের রাজস্ব বাজেট থেকে ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ প্রদান করা হয়েছে।