|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, জুন ২৮, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪
নাড়িকেলবাড়ী তেলিপাড়া গ্রামের আপ্তার আলী গংয়ের সঙ্গে প্রতিবেশী লুৎফর রহমান ও লতিফ গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। লুৎফর গংদের বাড়ি থেকে বের হয়ে পাকা সড়কে যেতে কিছুটা দূরত্ব থাকায় আপ্তার আলীর বসতবাড়ির ভেতর দিয়ে যাতায়াতের রাস্তা দাবি করে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সোমবার সকালে লুৎফর গং তাদের লোকজনসহ জোর করে বসতবাড়ির ভেতর দিয়ে রাস্তা করতে চাইলে আপ্তার আলীর পরিবারের লোকজন তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আপ্তার আলীর বাড়ির সীমানার বাঁশের বেড়া (প্রাচীর) ভাঙচুর করে গাছপালা কাটাসহ বসতঘরে হামলা চালায়।
➤ উলিপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
৯জুন থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ওরফে আতা ওই নারীকে ভোটার আইডি কার্ড নিয়ে ডাকলে সকাল ৯ টার সময় আইডি কার্ড নিয়ে চেয়ারম্যানের বাড়ীতে যান ভুক্তভোগী নারী। কিন্তু বাড়ীতে কোন লোকজন না থাকার সুযোগে ঘরের ভিতর ডেকে নিয়ে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই নারী ধস্তাধস্তি করে দরজা খুলিয়া দ্রুত রুম থেকে বেরিয়ে যান। ঘটনাটি কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বড় ধরনের ক্ষতি করার হুমকি প্রদান করেন অভিযুক্ত চেয়ারম্যান আতা।
➤ কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
২০২২-২৩ অর্থ বছরে ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা করে পৌর মেয়র কাজিউল ইসলাম জানান, সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কুড়িগ্রাম পৌরসভার সেবার মান উন্নয়ন, জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চার প্রচেষ্টা হিসেবে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।