।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে এক্সপানশন এন্ড মডার্নাইজেশন অব ডাইভারসিফাইড জুট ম্যানুফেকচারিং ফ্যাক্টারীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জুন) বিকেলে নারী সংগঠনের অফিস হলরুমে, নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ নারীর আয়োজনে, ইনক্লুসিভ এন্ড ইকুইটেবল লোকাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাংলাদেশ এর অধীনে, ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ) এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পের উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নারী সংগঠনের সভাপতি ছবি বেগম। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু এবং ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার সৈফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছকিনা বেগম, কুড়িগ্রাম বিসিকের ডিপুটি ম্যানেজার জাহাঙ্গীর আলম, সংস্হার নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন উদ্যোক্তা, পাট সরবরাহকারী, পাট পন্য উৎপাদনকারী, নারী সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং কর্মীবৃন্দ।
উল্লেখ্য সংগঠনের নারীরা হস্তশিল্পের উপর প্রশিক্ষন পেয়ে নানারকম পন্য তৈরী করে এবং দেশে-বিদেশে বিক্রয় করা হচ্ছে। কাজ করার ক্ষেত্রে উপকরণ, পন্য সংরক্ষন এবং ব্যবস্থাপনার জায়গার সমস্যা এবং বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার কারণে দাতা সংস্থা এই কারখানা বর্ধিত করার জন্য সহযোগিতা করেছে। এখানে তাতের কাজ, কাচামাল রাখার ব্যবস্থা, উৎপাদিত পন্য রাখা, বিশ্রাম রুম, ট্রেনিং রুম, স্বাস্থ্য কর্নার, শিশু কর্নার, ফিনিশিং রুম ইত্যাদি করার পরিকল্পনা থাকলেও বাজেটের ঘাটতির জন্য সব করা সম্ভব হয়নি। তিন তলা ফাউন্ডেশন দিয়ে করা এই কারখানার অনেক কাজ এখনো বাকী আছে। সরকারী-বেসরকারী সহযোগিতা পেলে বাকী কাজগুলো সম্পন্ন করা সম্ভব এবং এখানে ১০০ নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ২০০৬ সাল থেকে এই সংগঠনটি উপজেলার বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যাক্ত এবং অসহায় দরিদ্র নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ নিয়ে যাত্রা শুরু করে। বহুমূখী পাট পন্য উৎপাদনের মাধ্যমে কর্মহীন নারীদের কাজের ব্যবস্থা করা এই সংগঠনের একটি অন্যতম লক্ষ এবং কাজ।