|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, জুন ২৬, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক ওযার্কশপ অনুষ্ঠিত
রবিবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ ব্যাংক রংপুরের তত্বাবধানে ও সোনালী বাংক লিমিটেড চিলমারী শাখার সাবিক ব্যবস্হাপনায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক ওযার্কশপ অনুষ্ঠিত হয়।
➤ কুড়িগ্রামে এক হাজার বন্যার্ত পরিবারে গুড নেইবার-এর ত্রাণ বিতরণ
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম চরাঞ্চলে ‘গুড নেইবার বাংলাদেশ’ এর উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুন) দুপুরে যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়া হাই স্কুল মাঠে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল চিনি, চিড়া, চিনি, বিস্কুট, লবণ ও খাবার স্যালাইন। টানা দুই সপ্তাহ ধরে চর-দ্বীপচরের বানভাসী মানুষ কঠিন দুঃসময় পার করছিল। গুড নেইবার বাংলাদেশ থেকে ত্রাণ পেয়ে খুশি বানভাসী মানুষ।
➤ কুড়িগ্রামে সত্য সংঘের উদ্যোগে বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত
বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে রোববার (২৬জুন) দুপুরে সত্য সংঘের উদ্যোগে যতীনের হাট এলাকার মানুষকে সচেতন করতে নানান ধরনের সামাজিক সচেতনতামূলক পথসভার আয়োজন করা হয়।
➤ ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তদের হাতে এক যুবক খুন
ভূরুঙ্গামারী উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে (২৫ জুন) শনিবার মধ্যরাতে। নিহত যুবক উপজেলার বলদিয়া ইউনিয়নের রাঙ্গেলিরকুটি গ্রামের মৃত মল্লুক চানের ছেলে আলতাফ হােসেন ফিরােজ (১৮)। সে একই গ্রামের আবুল মোড়ে গালামালের ব্যবসা করত।
➤ কুড়িগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগ ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রবিবার (২৬ জুন) ধরলা নদীর তীরে ছাট কালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে এসব ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এসময় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, ছাট কালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুরসহ স্থানীয় সংগঠন সারডোবের আলো’র স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
➤ কুড়িগ্রাম সদরের ত্রিমোহণী বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত ১
এ ব্যাপারে ফাহিম আজাদ জানান, টেম্পিল আমার বাড়ীর দরজার সামনে প্রস্রাব করছিল। বাঁধা দেয়ায় বেলগাছা ইউনিয়ন যুবলীগের সদস্য লিটুর নেতৃত্বে একদল সন্ত্রাসী সন্ধ্যার সময় আমার উপর হামলার চেষ্টা করে। এ খবর পেয়ে আমার আত্মীয়-স্বজন ও দলের ছেলেরা তাদেরকে ধাওয়া করে। হোটেল শ্রমিক আউয়াল আলী কিভাবে আহত হয়েছে আমার জানা নেই।
➤ উলিপুরের দূর্গম চরাঞ্চলে বানভাসিদের মাঝে জেলা পুলিশের ত্রাণ বিতরণ
উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদী বেষ্টিত হাতিয়া ইউনিয়নের গুজিমারীর চর ও হাতিয়া মাঝিপাড়া গ্রামের বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে প্রতিজনকে চাল ৫কেজি, চিড়া ২কেজি, ডাল ২কেজি, আটা ২কেজি, তেল ২লিটার, লবন ১কেজি করে বিতরণ করা হয়। এসময় শিশু-কিশোরদেরকে ফুটবল উপহার দেন পুলিশ সুপার।
➤ উলিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বঙ্গমাতার খেলায় বাগুয়া অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গবন্ধুর খেলায় ট্রাইব্রেকারে নতুন অনন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে বাগুয়া অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।