।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুন) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, প্রভাষক স ম আল মামুন সবুজ, ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, হাতিয়া ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার নাদিরুজ্জামান, সহকারি শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম ফারুক, ফরহাদ হোসেন খন্দকার, নিখিল চন্দ্র, ইসহাক আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহরাব আলী মোল্লা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
বঙ্গমাতার খেলায় বাগুয়া অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গবন্ধুর খেলায় ট্রাইব্রেকারে নতুন অনন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে বাগুয়া অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।