|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, জুন ২৫, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে জীবনযাত্রার মান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস করণে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
ছয় মাস ব্যাপী পাইলট প্রকল্পটি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ও হাতিয়া ইউনিয়নে বাস্তবায়ন করা হবে। প্রধানতম কর্মসূচিগুলির মধ্যে রয়েছে বন্যায় উদ্ধারের জন্য নৌকা ক্রয়, ৪টি জেন্ডার ফ্রেন্ডলি স্থান ও গবাদিপশুর আশ্রয়কেন্দ্র নির্মাণ, ৬৫০জন দুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ, ৩০০জন শ্রমজীবীকে কর্মসংস্থানের জন্য বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত বাঁধ ও কমিউনিটি সংযোগ সড়ক মেরামত কাজ গ্রহন, ১০টি প্রতিরক্ষামূলক নলকুপের প্লাটফরম তৈরী, ১ হাজার পরিবারকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পশুদের জন্য পরজীবী বিরোধী ঔষধ এবং টিকাদান ক্যাম্পের আয়োজন, শতাধিক কিশোরী ও নারীদের মাসিকের স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কিট বিতরণসহ ১৭টি কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। এজন্য ৪৫লাখ ৫৮হাজার ৭২টাকার বাজেট রয়েছে। প্রকল্পটি চলতি বছরের ১৫জুন থেকে ৩০নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।
➤ কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে খাদ্য, পানি ও স্বাস্থ্য সেবা সংকট, কমেনি বানভাসীদের দুর্ভোগ
দ্রুত গতিতে পানি হ্রাস পাওয়ায় ও বৃষ্টিপাত বন্ধ থাকায় কুড়িগ্রাম জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি মানুষের দুর্ভোগ। তবে চর ও নদ-নদীর অববাহিকার নিচু এলাকাগুলোতে এখনও পানি জমে আছে। পানিবন্দী রয়েছে হাজার হাজার মানুষ। অনেকের ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও সেগুলো বসবাসের উপযোগী হয়নি। দুর্গম চরাঞ্চলে খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবা সংকট চলছে ও চাহিদা মাফিক নেই পর্যাপ্ত ত্রাণ। অনেক জায়গায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। গ্রামীণ ও চরাঞ্চলের রাস্তাঘাট ভেঙে যাওয়ায় যাতায়াতে ভোগান্তি বেড়েছে।