|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, জুন ২৪, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১
নাগেশ্বরীতে জমির সীমানা নিয়ে বিরোধে ভাগ্নের কিলঘুষিতে মারা গেছেন মামা মজির উল্যাহ (৬২)। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে এ ঘটনার পর মামলা হলে শুক্রবার (২৪ জুন) সকালে ভাগ্নে আসাদুল ইসলাম (৪৩) ও তার পূত্র আল আমিন (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে মামা মজির উল্যাহর মরদেহ ময়না তদন্তের জন্য এবং দুপুরে গ্রেফতারকৃত আসাদুল ও আল আমিনকে পুলিশ বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।
➤ রাজারহাটে ‘কিং অব কুড়িগ্রাম’ দাম ১৫ লাখ টাকা
কোরবানির জন্য প্রস্তুতকৃত রাজারহাটের ‘কিং অব কুড়িগ্রাম’ নামের ষাঁড়ের দাম উঠেছে ছয় লাখ টাকা। তবে ষাঁড়টির মালিক পারুল বেগম এটি ১৫ লাখ টাকায় বিক্রি হবে বলে আশা করছেন।
জানা যায়, রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠকপাড়া গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী সাত বছর আগে তিনটি বকনা বাছুর দিয়ে একটি ক্ষুদ্রাকারে খামার শুরু করেন। ধীরে ধীরে খামারে গরুর সংখ্যা বাড়তে থাকে। খামার দেয়ার দুই বছর পর থেকে প্রতি বছর তিনি একটি করে গরু তিনি বিক্রি করেন। বর্তমানে দু’টি ষাঁড়, তিনটি বকনা বাছুর ও তিনটি গাভী রয়েছে তার খামারে।